এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘সুচি লিকস’ কাণ্ড নিয়ে যিনি একসময় দক্ষিণ ভারতীয় বিনোদন জগতে ঝড় তুলেছিলেন, সেই জনপ্রিয় গায়িকা ও রেডিও জকি সুচিত্রা এবার শিরোনামে এলেন তাঁর নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। তিনি তাঁর হবু বর, চেন্নাই হাইকোর্টের আইনজীবী শুনমুগরাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, আর্থিক জালিয়াতি এবং প্রতারণার মতো গুরুতর অভিযোগ এনেছেন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে সুচিত্রা বলেন, “‘সুচি লিকস পর্বের পরে, আমি ভেবেছিলাম এর চেয়ে খারাপ কিছু ঘটতে পারে না। তবে এটি ঘটেছিল - আমি প্রেমে পড়েছিলাম।”
তিনি প্রেমিকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বলেন, “আমাকে বেশ কয়েকবার মারধর করা হয়েছে। তিনি ডাব্লুডাব্লুএফ কুস্তিগীরের মতো আমাকে তার বুট দিয়ে লাথি মেরেছিলেন। আমি এক কোণে বসে কাঁদতাম, তাকে থামতে বলতাম।”
সুচিত্রা আরও দাবি করেন, শুনমুগরাজ নিজেকে ‘ডিভোর্সি’ বলে পরিচয় দিলেও, পরে তিনি জানতে পারেন যে তাঁর এখনও ডিভোর্সই হয়নি। এমনকি, তাঁর প্রথম স্ত্রী নাকি সুচিত্রার কাছে এসে তাঁকে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধও করেছিলেন।
আর্থিক জালিয়াতি এবং চেন্নাইয়ের বাড়ি দখলের চেষ্টারও অভিযোগ এনেছেন সুচিত্রা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কিন্তু এখন আমি আদালতে যাচ্ছি। যতক্ষণ না সে প্রতিটি পয়সা ফেরত দিচ্ছে ততক্ষণ আমি তাকে তাড়া করব।” এ ছাড়াও, তিনি অভিযোগ করেন, শুনমুগরাজ তাঁর সম্মতি ছাড়াই তাঁর আধার কার্ডে নিজের আবাসিক ঠিকানা ব্যবহার করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে সুচিত্রার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দক্ষিণ ভারতীয় তারকাদের ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ার ঘটনাটি ‘সুচি লিকস’ নামে পরিচিত, যা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0