এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মডেলিং, নাটক এর পর এখন ‘সুড়ঙ্গ’, ‘দাগী’র মতো সফল সিনেমা দিয়ে যিনি বড় পর্দারও অন্যতম সেরা তারকা হয়ে উঠেছেন, সেই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো জানালেন, এই আলো-ঝলমলে ক্যারিয়ারের ভিড়েও তিনি তাঁর সাধারণ জীবনযাপনকে ভুলে যাননি। সম্প্রতি তাঁর নতুন ওয়েব সিরিজ ‘আকা’ মুক্তির আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি আজও ইচ্ছে হলে পাবলিক বাসে চড়েন এবং রাস্তার পাশের টং দোকানে চা খান।
নিজের এই সাদামাটা জীবনযাপন নিয়ে নিশো বলেন, “এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের ওপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি।”
সাধারণত বড় তারকাদের যেভাবে প্রটোকল এবং নিরাপত্তার ঘেরাটোপে চলতে দেখা যায়, নিশো সেই ধারণাকে ‘কুসংস্কার’ বলে মনে করেন। তিনি বলেন, “হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে... আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে।”
তিনি আরও বলেন, “দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।”
নিশো মনে করেন, একজন শিল্পী হিসেবে তাঁর মূল লক্ষ্য হওয়া উচিত অসাধারণ কাজ করা, অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে বেঁচে থাকা নয়। তাঁর ভাষায়, “আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক। তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।”
প্রায় দুই বছরের বিরতির পর, আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আকা’। বড় পর্দায় সাফল্যের পর, ওটিটিতে তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0