এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকারকারী বা মুছে ফেলতে চাওয়া কারও সঙ্গে সম্পর্ক রাখতে চান না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। আজ ১২ই আগস্ট মঙ্গলবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে যাহের আলভী লেখেন, ‘যারা ‘৭১ অস্বীকার করে, অথবা ’৭১ মুছে ফেলতে চায়, তারা নিজ দায়িত্বে আমার ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যান। হোক সে পরিবার, আত্মীয়স্বজন, ভাই-ব্রাদার, বন্ধু, সরকারি-বেসরকারি লোক, ভক্ত কিংবা জেন-জি সম্প্রদায়, এমন ভক্ত বা অনুসারীও আমি চাই না যারা ’৭১-কে অস্বীকার করে বা মুছে ফেলতে চায়।’
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ তার অবস্থানকে মুক্তিযুদ্ধের পক্ষের সাহসী উচ্চারণ হিসেবে দেখছেন ।
এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানি ধারাবাহিক প্রচার নিয়ে সমালোচনা করেছিলেন যাহের আলভী। তিনি ঘোষণা দিয়েছিলেন, যে কোনো টেলিভিশন চ্যানেল পাকিস্তানি সিরিয়াল প্রচার করলে সেই চ্যানেলের নাটকে তিনি আর অভিনয় করবেন না। এই অবস্থান জানিয়ে তিনি বলেন, বিদেশি ধারাবাহিক প্রচার দেশীয় শিল্পীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। সেই সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়।
যাহের আলভী দীর্ঘদিন ধরে টেলিভিশন ও ইউটিউব নাটকে অভিনয় করছেন এবং সম-সাময়িক প্রায় সকল ইস্যু নিয়েই তিনি সোচ্চার থাকেন ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0