এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: টেলিভিশনের পর্দায় প্রায় ১৭ বছর ধরে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ‘যমুনা ঢাকি’, ‘সোহাগ জল’-এর মতো ধারাবাহিকে নায়িকার চরিত্রে তিনি দর্শকদের মন জয় করেছেন। তবে ক্যারিয়ারের শুরু থেকেই তিনি পোশাক নিয়ে কিছু কঠোর নিয়ম মেনে চলেন, যা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই বিষয়েই আবার মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে শ্বেতা তাঁর পোশাক নিয়ে বলেন, “আমি কখনও স্লিভলেস পোশাক পরব না। কারণ আমি এখানে নিজের ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর বেচতে নয়।” তাঁর এই মন্তব্যের পরেই সামাজিক মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হন তিনি। অনেকেই তাঁর এই মন্তব্যকে অন্য অভিনেত্রীদের প্রতি এক ধরনের আক্রমণ হিসেবে দেখেন।
এই বিতর্কের মাঝেই, সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্বেতা তাঁর অবস্থান আরও পরিষ্কার করেন। তিনি বলেন, “আমি শর্টড্রেস পরি না। আগামীতেও পরব না। কারণ আমার মনে হয় আমাকে ওই পোশাকে মানায় না। কিন্তু যাঁদের সত্যিই মানায়, তাঁদের দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে।”
এই সময়েই তাঁকে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে তুলনা করা হয়, যিনিও পর্দায় খোলামেলা পোশাক এড়িয়ে চলেন। এই প্রসঙ্গে শ্বেতা এক অবাক করা উত্তর দেন। তিনি বলেন, “আমি সত্যিই সাই পল্লবীকে চিনি না। কখনও তাঁর কোনও ছবিও দেখিনি। তবে আমি নিজে এই বিষয় অনেক দিন ধরেই মেনে আসছি।”
শ্বেতার এই কথায় স্পষ্ট যে, তাঁর এই সিদ্ধান্ত কোনো ট্রেন্ড বা অন্য কাউকে দেখে নেওয়া নয়, বরং এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত এবং আদর্শগত এক অবস্থান, যা তিনি শুরু থেকেই বজায় রেখেছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0