এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দাতেও তাঁর সফল অভিষেক হয়েছে। তিনি জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে পর্দার এই প্রাণবন্ত অভিনেত্রী বাস্তব জীবনে আসলে একজন ‘ইন্ট্রোভার্ট’ বা অন্তর্মুখী স্বভাবের মানুষ। সম্প্রতি এক পডকাস্টে তিনি তাঁর ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের সফলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সাবিলা নূর বলেন, “যারা হয়ত আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন না, আমি শুরু থেকেই এরকম কিছুটা ইন্ট্রোভার্ট এবং অনেক স্পেসে গেলে হয়তো বা নার্ভাস হয়ে যাই।”
তিনি আরও যোগ করেন, “কিংবা একটু কনফিউজ থাকি বা একটু ভয়ে থাকি, সেটা আসলে ভাব বা কিছু না। আমি ইন্ট্রোভার্ট দেখে হয়ত আমার একটু সময় লাগে একটা জায়গায় মানিয়ে নিতে। কিন্তু ব্যক্তিগত ভাবে যখন কারো সাথে ক্লোজ হই তখন আমি একেবারে ভিন্ন একজন মানুষ।”
‘তাণ্ডব’-এর সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে। কিন্তু এই তারকাখ্যাতি নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। সাবিলা বলেন, “আমি এখন ভালো একটা সিনেমা করেছি, আমাকে মানুষজন দেখছেন বা পছন্দ করছেন। হয়ত একবছর পরে আমার যদি ভালো কোনো কাজ না আসে, হয়ত আমাকে মনে রাখবে না।” তাঁর এই কথায় খ্যাতির অস্থায়ীত্ব নিয়ে তাঁর পরিণত এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গিই ফুটে উঠেছে।
ছোট পর্দার অসংখ্য নাটক-বিজ্ঞাপনে কাজ করার পর, বড় পর্দায় শাকিব খানের মতো সুপারস্টারের বিপরীতে অভিনয় করে সাবিলা নূর তাঁর ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তবে তাঁর এই অকপট স্বীকারোক্তি প্রমাণ করে, খ্যাতির শীর্ষে থেকেও তিনি কতটা মাটির কাছাকাছি রয়েছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0