এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: টলিউড অভিনেত্রী রিয়া গাঙ্গুলী এবং তাঁর স্বামী অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে চলে এলো। সামাজিক মাধ্যম ফেসবুক লাইভকে হাতিয়ার করে তাঁরা একে অপরের বিরুদ্ধে আনছেন পরকীয়া, প্রাণে মারার হুমকি এবং গার্হস্থ্য হিংসার মতো গুরুতর সব অভিযোগ। এই তারকা দম্পতির কাদা ছোড়াছুড়িতে তোলপাড় টলিপাড়া।
কিছুদিন আগেই অভিনেত্রী রিয়া একটি ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী অরিন্দম চক্রবর্তী নিজের বাড়িতেই অন্য এক নারীর সঙ্গে বসবাস করছেন এবং এই পরকীয়ার কথা ধরে ফেলায় তাঁকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। রিয়া আরও দাবি করেন, তিনি বিগত তিন বছর ধরে মানসিক নির্যাতনের শিকার এবং তিনি তাঁর সন্তানদের দায়িত্ব নিতে চান, কোনো ভরণপোষণ চান না।
রিয়ার এই বিস্ফোরক অভিযোগের পরই পাল্টা ফেসবুক লাইভে আসেন স্বামী অরিন্দম চক্রবর্তী। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য নারীর সঙ্গে সহবাস করছেন, তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন!”
শুধু তাই নয়, অরিন্দম রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর পাল্টা অভিযোগ আনেন। তাঁর দাবি, রিয়া ইচ্ছাকৃতভাবে তাঁর মাকে অসুস্থ করেছেন, পাড়ার লোকের সামনে চিৎকার করেছেন এবং এমনকি তাঁর বাবার গায়েও হাত তুলেছেন। অরিন্দম আরও দাবি করেন, তিনি প্রতি মাসে রিয়াকে ৭০ হাজার টাকা দেন, তা সত্ত্বেও রিয়া আইনের সাহায্যে আরও ৬০ হাজার টাকা ভরণপোষণ দাবি করেছেন। এ ছাড়াও, রিয়ার বিরুদ্ধে তিনি প্রাক্তন প্রেমিক এবং এক বিদেশি পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতারও অভিযোগ তোলেন।
জানা গেছে, এই মুহূর্তে দুজনেই আইনি পথে এগোচ্ছেন এবং তাঁদের কাছে যথেষ্ট প্রমাণ আছে বলে দাবি করেছেন। তাঁদের এই প্রকাশ্য বিবাদ এবং পাল্টাপাল্টি অভিযোগ প্রমাণ করে, সম্পর্ক এক তিক্ত এবং জটিল পর্যায়ে পৌঁছেছে। এখন কে সত্য বলছেন, তার ফয়সালা হবে আদালতেই।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0