এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। তাঁর বিরুদ্ধে ভুয়া পরিচয়পত্র তৈরি করে বেআইনিভাবে ভারতে বসবাস করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। গত ২৮শে জুলাই যাদবপুর থানা এলাকা থেকে পার্কস্ট্রিট থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাঁর ফ্ল্যাট থেকে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড এবং একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, শান্তা পাল কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন। ২০২৩ সাল থেকে তিনি যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। তবে সম্প্রতি তিনি ঠাকুরপুকুর থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করতে যান, যেখানে তিনি ভিন্ন একটি ঠিকানা ব্যবহার করেন। একজন ব্যক্তির নামে একাধিক ঠিকানা থাকার বিষয়টি পুলিশের সন্দেহ জাগায় এবং তারা তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে পুলিশ বিক্রমগড়ে তাঁর ফ্ল্যাটে হানা দেয়। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, সেখান থেকেই ভারতীয় ভোটার ও আধার কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়াও পাওয়া যায় একাধিক বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশের মাধ্যমিক স্তরের অ্যাডমিট কার্ড এবং একটি বিমানসংস্থার আইডি কার্ড।
পুলিশ এখন তদন্ত করে দেখছে, শান্তা পাল কীভাবে এই ভারতীয় নথিগুলো তৈরি করলেন এবং সেগুলো আসল নাকি নকল। এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পুলিশ UIDAI (আধার কর্তৃপক্ষ) এবং ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে।
জানা গেছে, শান্তা পাল বাংলাদেশের দুটি নামী সংস্থার মডেল ছিলেন এবং একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামে একটি সিনেমায় তাঁর অভিষেক হয়েছিল বলেও শোনা যায়। এ ছাড়া তিনি ‘ইয়েরালাভা’ নামে একটি তামিল ছবিতেও কাজ করেছেন বলে বিভিন্ন সময় তার ফেসবুকে জানিয়েছেন।
সব মিলিয়ে, একজন বাংলাদেশি মডেলের বিরুদ্ধে ভারতে পরিচয় জালিয়াতির মতো এমন গুরুতর অভিযোগ ওঠায় দুই দেশের বিনোদন জগতেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0