এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: যুক্তরাজ্যের থিয়েটার অঙ্গনে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী প্রতিভাবান অভিনেত্রী রোসা টেইলর। গত ২৪ জুলাই ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, তিনি তখন করশাম লাইব্রেরিতে একটি শিশুতোষ মঞ্চনাটকে অংশ নিতে যাচ্ছিলেন।
জানা গেছে, রোসার হুন্দাই গাড়িটির সঙ্গে একটি স্কানিয়া টিপার এইচজিভি'র মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যে শিল্পী শিশুদের মুখে হাসি ফোটাতে যাচ্ছিলেন, পথেই তাঁর জীবন প্রদীপ নিভে যাওয়ায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীরা।
রোসার বাবা গ্যারেথ এক আবেগঘন শোকবার্তায় বলেন, “রোসা ছিল ভীষণ প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয়। সে যেমন অসাধারণ অভিনয় করত, তেমনি ছিল মনেও খুবই বড়। ওর ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, অথচ কী অল্প বয়সেই হারিয়ে গেল।”
তাঁর সহকর্মী ও বন্ধুরা তাঁকে ‘এক উজ্জ্বল নক্ষত্র’ এবং ‘প্রতিভাবান অভিনেত্রী’ হিসেবে স্মরণ করছেন। ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা রোসা স্কেলমারসডেলের আর্টজ সেন্টারে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন এবং শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রিয় চরিত্রে সেজে তাদের আনন্দ দিতেন।
এক তরুণ এবং সম্ভাবনাময় অভিনেত্রীর এমন অকাল প্রয়াণে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0