এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মুসলিম প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করার সময় থেকেই তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ এবং সাম্প্রদায়িক মন্তব্য করা হয়েছে। তবে এবার সমালোচকরা সব সীমা ছাড়িয়ে গেল। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যর শিশুপুত্রকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য এমনকি ‘খুদে জঙ্গি’ বলতেও ছাড়ল না তারা। এই ঘটনায় তীব্র ক্ষোভ এবং প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁর সন্তানকে নিয়ে কোনো কটু কথা বললে তিনি ছেড়ে কথা বলবেন না।
সম্প্রতি দেবলীনা তাঁর স্বামী শাহনওয়াজ শেখ এবং তাঁদের শিশুপুত্রের একটি পারিবারিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “ছোট পরিবার সুখী পরিবার।” কিন্তু এই মিষ্টি ছবির নিচেই মন্তব্যের ঘরে জমা হতে থাকে একের পর এক কুরুচিকর এবং বর্ণবিদ্বেষী মন্তব্য।
কেউ লেখেন, “দেবলীনা এত ফর্সা হলে তার সন্তান এত কালো কেন?” কেউ আবার দাবি করেন, “ফর্সা মায়ের কোলে এই শিশু বেমানান।” তবে সবচেয়ে ভয়াবহ মন্তব্যটি ছিল সাম্প্রদায়িক। অভিনেত্রীর মুসলিম স্বামীকে ইঙ্গিত করে, তাঁর দুধের শিশুকে ‘খুদে জঙ্গি’ বলেও কটাক্ষ করে একাংশ।
এই ধরনের কদর্য আক্রমণে চুপ করে থাকেননি দেবলীনা। তিনি পাল্টা জবাবে লেখেন, “আপনারা কী ভেবেছিলেন সন্তান কার মতো হবে? আপনাদের দেখতে কি প্রতিবেশীদের মতো?”
এরপর তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার সন্তানকে নিয়ে কোনো কটু কথা বললে ছেড়ে কথা বলব না!”
একজন মায়ের তাঁর সন্তানকে রক্ষা করার এই মরিয়া এবং সাহসী প্রচেষ্টা সামাজিক মাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছে। অনেকেই এই ধরনের সাইবার বুলিং এবং সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0