এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সিনেমার পাইরেসি— যা বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় আতঙ্ক। এই সমস্যার সমাধানেই এবার এক যুগান্তকারী এবং অভিনব উদ্যোগ নিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, আমির খান। তিনি তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিতারে জমিন পর’-কে ‘পে-পার-ভিউ’ মডেলে নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছেন। আজ, পহেলা আগস্ট থেকে দর্শকরা মাত্র ১০০ টাকার বিনিময়ে ছবিটি অনলাইনে দেখতে পারবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, পাইরেসি ঠেকাতেই তাঁর এই পদক্ষেপ। তিনি তাঁর প্রযোজনা সংস্থা ‘আমির খান টকিস’-এ একটি অ্যান্টি-পাইরেসি টিম গঠন করেছেন, যারা ইন্টারনেট থেকে পাইরেটেড লিঙ্ক সরাতে কাজ করবে। এর পাশাপাশি, সাশ্রয়ী মূল্যে দর্শকদের কাছে সিনেমা পৌঁছে দেওয়ার জন্যই এই ‘পে-পার-ভিউ’ মডেল চালু করেছেন তিনি। আমির বলেন, “এই উদ্যোগটা যদি পাইরেসি কিছুটা হলেও কমাতে সাহায্য করে, তাহলে সেটা আমাদের শিল্পের জন্য আশার আলো হয়ে উঠবে।”
আমির খান অকপটে স্বীকার করেছেন যে, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। তিনি বলেন, “মাল্টিপ্লেক্স সংস্কৃতি শুরু হয়েছে ২০০৫-২০০৬ সালের পর থেকে। এখানে বিনিয়োগ অনেক বেশি। ফলে টিকিটের দাম বাড়ে, খাবারদাবারের দামও আকাশছোঁয়া হয়। এটা অনেকটা ফাইভ স্টার হোটেলে এক কাপ চায়ের দামের মতো বিষয়।”
তিনি আরও যোগ করেন, “আমি সেই দর্শকদের কাছেও পৌঁছাতে চাই, যারা সিনেমা ভালোবাসেন কিন্তু মাল্টিপ্লেক্সের খরচ এড়াতে চান।”
গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘সিতারে জমিন পর’ সিনেমাটি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল হলেও এর গল্প সম্পূর্ণ ভিন্ন। ছবিতে আমির খানকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে এবং তাঁর বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। ছবিটি পরিচালনা করেছেন প্রসন্না।
আমির খানের এই উদ্যোগকে চলচ্চিত্র জগতের অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। এটিকে পাইরেসির বিরুদ্ধে এক শক্তিশালী এবং বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0