এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: অভিনেতা অঙ্গদ বেদিকে বিয়ে করার মাত্র ছয় মাসের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। এই ঘটনা নিয়ে তখন তাঁকে তীব্র সমালোচনা এবং কটাক্ষের শিকার হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই কঠিন সময়ের কথাই আবার তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, বিয়ের আগে গর্ভধারণের গুঞ্জনে তাঁকে প্রায়শই নীনা গুপ্তা এবং আলিয়া ভাটের সঙ্গে এক তালিকায় ফেলা হয়, যা তাঁর কাছে একদিকে যেমন গর্বের, তেমনই হাস্যকর।
সাক্ষাৎকারে নেহা বলেন, “আমি অঙ্গদকে বিয়ে করি, আর ছয় মাস পর আমাদের মেয়ে মেহেরের জন্ম হয়। কিন্তু আমাদের বিয়েকে ঘিরে সবার বড় আলাপ ছিল ‘ছয় মাসে বাচ্চা এলো কীভাবে?’” নেহা জানান, আজও তাঁকে এই ধরনের সমালোচনার মুখে পড়তে হয়।
এই প্রসঙ্গে তিনি আলিয়া ভাটের নাম উল্লেখ করেন, যিনি রণবীর কাপুরকে বিয়ে করার মাত্র দুই মাস পরই গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন এবং তাঁকেও একই ধরনের জল্পনার শিকার হতে হয়েছিল। নেহা বলেন, “আজও দেখি, নারী অভিনেত্রীদের নিয়ে গল্প আর ট্যাগ বানানো হয়। আমার নামও সেই তালিকায় থাকে। অন্তত আমি নীনা গুপ্তা আর আলিয়া ভাটের মতো তারকাদের সঙ্গে এক তালিকায় আছি। তবে সত্যিই, এটা হাস্যকর।”
নেহা জানান, মাতৃত্ব নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ এবং বিচারমূলক মনোভাবই তাঁকে ‘ফ্রিডম টু ফিড’ উদ্যোগটি শুরু করতে অনুপ্রাণিত করেছিল। এই উদ্যোগের মাধ্যমে তিনি মাতৃত্ব, বুকের দুধ খাওয়ানো এবং নতুন মায়েদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনাকে স্বাভাবিক করার চেষ্টা করছেন।
সবশেষে তিনি বলেন, “কে কখন বিয়ে করবেন, সন্তানধারণ করবেন, সেটা অন্য কেউ বলে দিতে পারে না। গর্ভাবস্থা এক অসাধারণ অনুভূতি। সেটাই যথেষ্ট।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0