মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

কদমতলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি বাসা থেকে।

প্রতীকী ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি বাসা থেকে। উদ্ধার করা গৃহবধূর নাম জান্নাত মেহেদী সোভা (২৪)। বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোভার চাচা রাসেল জানান, প্রায় ৫-৬ মাস আগে তার ভাতিজির বিয়ে হয়েছিল ফারহান নামের এক যুবকের সঙ্গে। তিনি বলেন, “বুধবার দিনগত মধ্যরাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এনিয়ে অভিমান করে রুমে গিয়ে গলায় ফাঁস নেয় সে। পরে তার স্বামী ফারহান তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, সোভার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে। তার বাবার নাম মেহেদী মাসুদ সবুজ। স্বামীর সঙ্গে সে কদমতলী এলাকায় বসবাস করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং এ নিয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0