এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রায় দুই সপ্তাহ আগে শুটিং সেটে হৃদরোগজনিত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। সেই অসুস্থতা কাটিয়ে এবং ভক্তদের উদ্বেগ দূর করে তিনি আবারও কাজে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে কাজে ফেরার ঘোষণার সঙ্গেই, তিনি তাঁর এই অসুস্থতার পেছনের এক গুরুতর কারণও প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মানসিক চাপ এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণেই তাঁর এই হৃদরোগের সমস্যা হয়েছিল।
হাসপাতাল থেকে ফিরে ইনস্টাগ্রামে সাবা কামার তাঁর অসুস্থতার কারণ জানিয়ে লেখেন, মানসিক যন্ত্রণা এবং সম্পর্কের জটিলতা তাঁর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল। তিনি ভক্তদের প্রতি আহ্বান জানান, মনের কষ্টকে চেপে না রেখে তা প্রকাশ করতে এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়ার জন্য।
সাবা জানিয়েছেন, যদিও তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি, তবুও তিনি নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজে ফিরছেন। তিনি বলেন, “নতুন এই প্রজেক্ট নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত এবং দ্রুত শুটিং শুরু করতে চাই। বরাবরের মতোই নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছি।”
এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সাবা তাঁর অগণিত ভক্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, দর্শকদের ভালোবাসা আর শুভকামনাই তাঁকে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে সাহায্য করেছে।
উল্লেখ্য, গত ১ আগস্ট একটি শুটিং চলাকালে সাবা কামার হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে তাঁর এনজিওগ্রাফি করা হয়। ‘হিন্দি মিডিয়াম’ -এর মতো শক্তিশালী কাজের মাধ্যমে পরিচিত এই অভিনেত্রীর অসুস্থতার খবরে ভারত ও পাকিস্তান দুই দেশের ভক্তরাই চিন্তিত ছিলেন। তাঁর কাজে ফেরার খবরে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবাই।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0