এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান। আর ঢাকায় এসেই তিনি মিশে গেলেন পুরান ঢাকার ঐতিহ্যের সঙ্গে। জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দ্যা ছোটভাইয়ের সঙ্গে আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে ফুচকা উপভোগ করতে দেখা গেছে তাঁকে, যার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হানিয়া আমির এবং রাফসান ফুচকা খেতে খেতে গল্প করছেন। এক পর্যায়ে, ফুচকার ঝাল সহ্য করতে না পেরে হাঁপাতে শুরু করেন হানিয়া। তখন রাফসান তাঁকে পানির বোতল এগিয়ে দেন এবং বাংলায় মজা করে জিজ্ঞেস করেন, “অনেক ঝাল লেগেছে? স্পাইসি?” হানিয়াও হাসতে হাসতে তাঁর কথার অর্থ বুঝতে পারেন।
এর আগে, এক ভিডিও বার্তায় হানিয়া নিজেই তাঁর বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেছিলেন, যা নিয়ে তাঁর অগণিত বাংলাদেশি ভক্তের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। শুক্রবার তিনি তাঁর অফিসিয়াল পেজ থেকে ‘চেক-ইন ঢাকা’ দিয়ে নিজের আগমনের জানান দেন।
জানা গেছে, হানিয়া আমির দুটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন।
ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন ২০ সেপ্টেম্বর আর
২১ সেপ্টেম্বর সানসিল্ক আয়োজিত একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন।
ভক্তদের সঙ্গে হানিয়া আমিরের এই স্বতঃস্ফূর্ত মেলামেশা এবং ঢাকার ঐতিহ্যবাহী খাবার উপভোগ করার দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0