বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা টিনা

যদিও টিনা বিচ্ছেদের খবরটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন, কিন্তু ভারতীয় গণমাধ্যমের বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গত কয়েক মাস ধরেই বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের খবরে তোলপাড় চলছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, সুনীতা তাঁর স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং শারীরীক নির্যাতনের অভিযোগ এনে আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। অবশেষে এই তুমুল বিতর্কের মাঝে মুখ খুললেন তাঁদের মেয়ে, টিনা আহুজা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর বাবা-মায়ের বিচ্ছেদের খবরটি “সবই গুজব”।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিনা আহুজা বলেন, “সব গুজব। আমি এমন একটি সুন্দর পরিবারে জন্মেছি বলেই নিজেকে ভাগ্যবান মনে করি। সবাইকে ধন্যবাদ জানাই আমাদের নিয়ে এমন ভালোবাসা, উদ্বেগ ও সমর্থন দেখানোর জন্য।”

বাবা-মায়ের বিচ্ছেদের খবর নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, তিনি এসব খবরে মনোযোগই দেন না। টিনা আরও জানান, “বাবা তো এখন দেশে পর্যন্ত নেই। তাই এ খবরের কোনো বাস্তব ভিত্তিও নেই।” তিনি সবাইকে এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পরামর্শ দেন।

যদিও টিনা বিচ্ছেদের খবরটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন, কিন্তু ভারতীয় গণমাধ্যমের বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। সেই প্রতিবেদনগুলো অনুযায়ী, সুনীতা আহুজা গত বছরের ৫ ডিসেম্বর হিন্দু বিবাহ আইনের একাধিক ধারায় গোবিন্দর বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন এবং পরিত্যাগের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। এমনকি, জুন মাস থেকে উভয় পক্ষ আদালতের পরামর্শে কাউন্সেলিংয়েও অংশ নিচ্ছে বলে দাবি করা হয়।

সব মিলিয়ে, একদিকে যখন মেয়ের মুখে ‘সব ঠিক আছে’র বার্তা, অন্যদিকে তখন গণমাধ্যমে বিচ্ছেদের মামলা নিয়ে বিস্তারিত খবর— এই দুইয়ে মিলে গোবিন্দ-সুনীতার সম্পর্ক নিয়ে রহস্য এবং ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0