বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিগত সরকারের সময় ঢাকার ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল প্রাধান্য পেত ঢাকার মধ্যেই, যেখানে ঢাকার বাইরে বদলি খুবই কম হতো। সেই সময়ে ওসি হিসেবে দায়িত্ব পালন করা নয়জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)কে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
রোববার (১০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে নয়টি প্রজ্ঞাপন জারি করা হয়, যেগুলোতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নাসিমুল গনি স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নৌ-পুলিশে কর্মরত যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন, সিআইডির মৌলভীবাজারের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, ট্যুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদীর পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন ৪ এর পুলিশ পরিদর্শক শিকদার মো. শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সেলিমুজ্জামান।
প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সকল সুবিধাদি পাবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0