বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

রিতেশের চোখে ‘সেরা মা’ জেনেলিয়া

“তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আমার কাছে এক আশীর্বাদ। তোমাকে অনেক বেশি ভালোবাসি বাইকো, যা শব্দে প্রকাশ করা যায় না। সারা জীবন তোমাকে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে কাটিয়ে দিতে চাই।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সুখী দম্পতি হিসেবে পরিচিত রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সৌ জা। একে অপরের প্রতি তাঁদের ভালোবাসা এবং সম্মান প্রায়শই ভক্তদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে ওঠে। 

আজ, মঙ্গলবার (৫ আগস্ট), জেনেলিয়ার জন্মদিনে তাঁর স্বামী রিতেশ এক হৃদয়স্পর্শী এবং আবেগঘন পোস্টের মাধ্যমে আবারও প্রমাণ করলেন, কেন তাঁদের সম্পর্ক বলিউডে এক অনন্য দৃষ্টান্ত।

জেনেলিয়ার জন্মদিনে রিতেশ দেশমুখ ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা কিছু সুন্দর ছবি শেয়ার করে এক দীর্ঘ বার্তা লিখেছেন। তিনি জেনেলিয়াকে তাঁর প্রিয় সম্বোধন ‘বাইকো’ (মারাঠি ভাষায় স্ত্রী) বলে উল্লেখ করে লেখেন, “শুভ জন্মদিন আমার বাইকো, আমার ভালোবাসা। আজ শুধু তোমার জন্মদিন নয়, আজ এমন একটি দিন যা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি কতটা ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষের সঙ্গে জীবন কাটাতে পারছি।”

তিনি আরও যোগ করেন, “তুমি একজন অসাধারণ নারী, এমনকি যখন আমি একেবারে ভেঙে পড়ি তখনও তুমি আমার মুখে হাসি ফোটাও। তুমি আমার দেখা সেরা মা।”

স্ত্রীর প্রতি তাঁর নির্ভরতার কথা প্রকাশ করে রিতেশ লেখেন, “তুমি আমাকে কখনও ব্যর্থ হতে দাওনি। তুমি আমার সবচেয়ে বড় চিয়ারলিডার, সবচেয়ে বড় রক্ষক। ...তুমি আমার নোঙর, আমার সন্তানরা যার ওপর সবচেয়ে বেশি ভরসা করে।”

সবশেষে তিনি লেখেন, “তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আমার কাছে এক আশীর্বাদ। তোমাকে অনেক বেশি ভালোবাসি বাইকো, যা শব্দে প্রকাশ করা যায় না। সারা জীবন তোমাকে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে কাটিয়ে দিতে চাই।”

উল্লেখ্য, ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রিতেশ এবং জেনেলিয়া। তাঁদের সুখী দাম্পত্য জীবন বরাবরই প্রশংসিত। কাজের ক্ষেত্রেও এই জুটি দারুণ সফল। রিতেশকে সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা গেছে, অন্যদিকে জেনেলিয়া আমির খানের বিপরীতে ‘সিতারে জামিন পর’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। রিতেশের এই হার্টফেল্ট পোস্টটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে এবং ভক্তরা জেনেলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই সুন্দর দম্পতির জন্য ভালোবাসা প্রকাশ করছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0