শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘গৌরী খান আমার দ্বিতীয় মা’—অনন্যা পান্ডে

“আমার পছন্দ-অপছন্দ তিনি এতটাই গভীরভাবে বুঝেছিলেন, যেন নিজের মেয়ে সুহানার জন্যই এই বাড়িটা সাজাচ্ছেন।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পান্ডে ২০২৩ সালে মুম্বাইয়ে তাঁর স্বপ্নের প্রথম বাড়িটি কিনেছিলেন। আর সেই স্বপ্নের বাড়িকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব তিনি তুলে দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী এবং দেশের অন্যতম সেরা ইন্টেরিয়র ডিজাইনার, গৌরী খানের হাতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন, গৌরী খান শুধু তাঁর বাড়ির ডিজাইনারই নন, তিনি তাঁর কাছে “দ্বিতীয় মায়ের মতো”।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা পান্ডে বলেন, “আমার জন্য এটি ছিল সম্পূর্ণ আবেগপ্রবণ একটি সিদ্ধান্ত। আমি গৌরী ম্যামের সান্নিধ্যেই বড় হয়েছি। তিনি আমার কাছে প্রায় দ্বিতীয় মায়ের মতো।”

তিনি আরও যোগ করেন, “আমার পছন্দ-অপছন্দ তিনি এতটাই গভীরভাবে বুঝেছিলেন, যেন নিজের মেয়ে সুহানার জন্যই এই বাড়িটা সাজাচ্ছেন।”

অনন্যা জানান, গৌরী খান তাঁকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখেছেন এবং তাঁর প্রথম বাড়ি হওয়ায়, তাঁকে নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন।

কাজের ক্ষেত্রে, অনন্যা পান্ডেকে খুব শীঘ্রই কার্তিক আরিয়ানের বিপরীতে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে দেখা যাবে। সমীর বিদ্বান পরিচালিত এই সিনেমাটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বলিউডে পেশাগত সম্পর্কের বাইরেও যে এমন সুন্দর এবং আবেগঘন সম্পর্ক থাকতে পারে, গৌরী খান এবং অনন্যা পান্ডের এই বোঝাপড়াই তার এক দারুণ উদাহরণ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0