এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: গত বছর বলিউড তারকা জাহির ইকবালকে বিয়ে করার পর থেকেই অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে প্রায়শই ধর্মীয় কটাক্ষের শিকার হতে হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। প্রতি বছরের মতো এবারও তিনি সালমান খানের বাড়ির গণেশ পূজায় হাজির হয়েছিলেন, তবে এবার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল। স্বামীকে নিয়ে একসঙ্গে গণেশের আরতি করার একটি ভিডিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই, নেটিজেনদের একাংশ জাহিরকে তীব্র আক্রমণ করতে শুরু করে।
সোনাক্ষী সিনহা প্রতি বছরই সালমান খানের বাড়ির গণেশ পূজায় অংশ নেন। এবছরও তিনি স্বামী জাহিরকে নিয়ে সেখানে যান। সোনাক্ষীর পরনে ছিল চুড়িদার এবং মাথায় ওড়না, অন্যদিকে জাহিরের পরনে ছিল প্যান্ট-শার্ট। তাঁরা একসঙ্গে গণেশের আরতি করেন এবং সোনাক্ষী সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন।
জাহির ইকবাল ইসলাম ধর্মাবলম্বী হওয়ায়, তাঁর এই পূজায় অংশগ্রহণকে অনেকেই ভালোভাবে নেননি। ভিডিওর নিচে কুরুচিপূর্ণ মন্তব্য আসতে শুরু করে।
একজন লিখেছেন, “ইচ্ছা নেই, শুধু শুধু জোর করে পূজা করছেন কেন?”
আরেকজনের দাবি, সোনাক্ষীর জন্য নাকি বাধ্য হয়ে পূজায় এসেছেন জাহির।
যদিও এই ধরনের কটাক্ষ নিয়ে সোনাক্ষী বা জাহিরের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি, তবে বিয়ের পরপরই সোনাক্ষী স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁদের সম্পর্কে ধর্ম নয়, বরং ভালোবাসাটাই আসল। তিনি জানিয়েছিলেন, তাঁরা একে অপরের ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।
শাহরুখ-গৌরী থেকে সাইফ-কারিনা— বলিউডে ভিন্ন ধর্মে বিয়ের উদাহরণ নতুন নয়। সোনাক্ষী ও জাহিরের এই উদযাপনও যেন সেই ধর্মীয় সম্প্রীতিরই এক সুন্দর বার্তা দেয়, যা সমালোচকদের কটাক্ষের ঊর্ধ্বে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0