বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সুর থেকে সেলুলয়েডে, ক্যামেরার পেছনে এবার সংগীত পরিচালক ইমন সাহা

গত ১ জুলাই পরিচালক সমিতিতে আনুষ্ঠানিক সাক্ষাৎকার শেষে তিনি নির্মাতা হিসেবে তালিকাভুক্ত হন

ছবি-ইমন সাহার ফেসবুক ওয়াল

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: যাঁর সুরের জাদুতে বুঁদ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম, সেই প্রখ্যাত সংগীত পরিচালক ইমন সাহা এবার আসছেন নতুন পরিচয়ে। সুর তৈরির পাশাপাশি এবার তিনি ধরছেন সিনেমার মেগাফোন, নাম লেখাচ্ছেন পরিচালকের খাতায়। তাঁর অভিষেক চলচ্চিত্রটির নাম ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’।

সংগীতের ওপর অস্কারজয়ী এ আর রাহমানের কাছে উচ্চতর প্রশিক্ষণ নেওয়া ইমন সাহা জানান, প্রথমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কথা ভাবলেও, পরে পূর্ণদৈর্ঘ্য নির্মাণেরই সিদ্ধান্ত নেন। গত ১ জুলাই পরিচালক সমিতিতে আনুষ্ঠানিক সাক্ষাৎকার শেষে তিনি নির্মাতা হিসেবে তালিকাভুক্ত হন। একজন সংগীত পরিচালকের ক্যামেরার পেছনে আসা এবং প্রথম সিনেমার বিষয় হিসেবেও একটি ‘মিউজিক্যাল জার্নি’ বেছে নেওয়া— দুটোই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

ইমন সাহা তার ফেসবুক পোষ্টে লিখেন “আজ আমার জীবনের একটি বিশেষ দিন। অনেক ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল বড় হলে চলচ্চিত্র পরিচালক হবো। সময়, সুযোগ, সাহস কোনটাই হয়ে উঠছিলোনা। অবশেষে অনেক সাহস করে নিজের প্রযোজনা সংস্হা থেকে উদ্যোগ নিলাম চলচ্চিত্র নির্মানের। চলচ্চিত্রের নাম “Silence: A Musical Journey.”  প্রথমে ভেবেছিলাম স্বল্প দৈর্ঘ্য দিয়ে শুরুটা হোক, পরে ভাবলাম করবোই যখন, তাহলে পূর্ন দৈর্ঘ্যই বা কেন নয়! সেটারই সূত্র ধরে আজ উপস্থিত হই বাংলাদেশ পরিচালক সমীতির আনুষ্ঠানিক সাক্ষাৎকার পর্বে, পরিচালক হিসেবে আমার নাম নিবন্ধন করতে। আজ নব নির্বাচিত পরিচালক সমীতির বোর্ডের সকল সদস্য আমাকে যে উচ্ছাস, সম্মান, ও ভালবাসার সাথে স্বাগত জানালেন ও গ্রহন করলেন, তাতে আমি সত্যিই আবেগ প্রবন হয়ে পড়ি। সত্যিই এটা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল। আমি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এতটুকু পথ চলা, এতটুকু অর্জন চলচ্চিত্র এবং অন্যান্য সকল মিডিয়ার পরিচালক, প্রযোজক, শিল্পী, কলা কুশলী ও সাংবাদিকদের সহযোগীতা ও ভালবাসা ছাড়া কোনদিন সম্ভব হতোনা। আমার এ নতুন পথ চলায় আপনাদের সকলের আশীর্বাদ, সহযোগীতা ও ভালবাসা চাই।“


বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0