বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিচ্ছেদের কষ্ট ভুলে, দেবমাল্যর হাত ধরছেন মধুমিতা

এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ করার সময় তিনি সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েন। ২০১৫ সালে মাত্র ২১ বছর বয়সে তাঁরা আইনি বিয়ে সারেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: টলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই! জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার তাঁর দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই বসছে তাঁদের বিয়ের আসর। যদিও মধুমিতা নিজে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে বিশেষ সূত্র বলছে, বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।

বিয়ের দিনক্ষণ: বিশেষ সূত্র অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর মধুমিতা ও দেবমাল্যর বিয়ের পর্ব সম্পন্ন হবে এবং ৭ ডিসেম্বর হবে বৌভাতের অনুষ্ঠান। ঢাকঢোল পিটিয়েই এই বিয়ের আয়োজন করা হবে বলে জানা গেছে।

যেভাবে সম্পর্কের শুরু: গত বছর দুর্গাপূজার সপ্তমীতে দেবমাল্যের সঙ্গে প্রথমবার একটি ছবি পোস্ট করে মধুমিতা ক্যাপশনে লিখেছিলেন, ‘নতুন শুরু।’ সেই থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। এরপর থেকে তিনি সামাজিক মাধ্যমে নিয়মিতই প্রেমিকের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। একাধিক সাক্ষাৎকারে তিনি প্রেমের কথা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘হ্যাঁ, প্রেম করছি।’ দেবমাল্য শোবিজ জগতের কেউ নন, পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার।

অতীতকে পেছনে ফেলে নতুন অধ্যায়: মধুমিতার জন্য এটি হতে চলেছে দ্বিতীয় বিয়ে। এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ করার সময় তিনি সহ-অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েন। ২০১৫ সালে মাত্র ২১ বছর বয়সে তাঁরা আইনি বিয়ে সারেন। কিন্তু বিয়ের ৪ বছর পর, ২০১৯ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। প্রথম বিয়ে ভাঙার প্রায় ৬ বছর পর, মধুমিতা এবার দেবমাল্যের হাত ধরে তাঁর জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তাঁর এই সিদ্ধান্তে ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাঁর সুখী জীবন কামনা করছেন।


বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0