Logo

ইতিহাসে প্রথম, ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে বাংলাদেশের একক শিল্পী

১৯৮২ সাল থেকে চলে আসা এই উৎসবে বিশ্বের ৭০টিরও বেশি দেশের শিল্পীরা অংশ নিয়েছেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা আনন্দিত যে এবারে বাংলাদেশের একজন উদীয়মান শিল্পী আমাদের মঞ্চে ‘ইন সার্চ অফ ইউ’ পরিবেশন করবেন। আলিফের কাজ দর্শন, নন্দন এবং আত্মপ্রকাশের দৃষ্টিকোণ থেকে অসাধারণ।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বাংলাদেশের নৃত্যাঙ্গনের জন্য তৈরি হয়েছে এক ঐতিহাসিক এবং গর্বের মুহূর্ত। নিউইয়র্কে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো ও সম্মানজনক আন্তর্জাতিক নৃত্য উৎসব ‘ব্যাটারি ডান্স ফেস্টিভ্যাল ২০২৫’-এ প্রথমবারের মতো বাংলাদেশের একজন একক নৃত্যশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন মোফাসসাল আলিফ। আগামী ১৬ আগস্ট নিউইয়র্কের রকফেলার পার্কের মঞ্চে তিনি তাঁর একক পরিবেশনা “ইন সার্চ অফ ইউ” মঞ্চস্থ করবেন।

আলিফের এই নৃত্যকাহিনি নির্মিত হয়েছে মরমি সাধক লালন সাঁইয়ের দুটি আধ্যাত্মিক গানকে কেন্দ্র করে। এর মূল ভাবনা— আত্মার খোঁজ, ভালোবাসা ও আত্ম-অনুসন্ধান। নৃত্যের মাধ্যমে তিনি এই দার্শনিক প্রশ্নের উত্তর খুঁজবেন, “আমি কাকে খুঁজি? সে কি বাইরের কেউ, না আমার অন্তরে?” এই পরিবেশনায় কন্টেম্পোরারি বা সমসাময়িক নৃত্যধারার সঙ্গে বাংলার লোকধর্মী ভাবনার এক অনন্য সংমিশ্রণ দেখা যাবে।

১৯৮২ সাল থেকে চলে আসা এই উৎসবে বিশ্বের ৭০টিরও বেশি দেশের শিল্পীরা অংশ নিয়েছেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা আনন্দিত যে এবারে বাংলাদেশের একজন উদীয়মান শিল্পী আমাদের মঞ্চে ‘ইন সার্চ অফ ইউ’ পরিবেশন করবেন। আলিফের কাজ দর্শন, নন্দন এবং আত্মপ্রকাশের দৃষ্টিকোণ থেকে অসাধারণ।”

এই বিরাট অর্জন নিয়ে উচ্ছ্বসিত মোফাসসাল আলিফ বলেন, “এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারাটা আমার জন্য গর্বের, কৃতজ্ঞতার এবং দায়িত্বের বিষয়। ‘ইন সার্চ অফ ইউ’ আমার নিজের জীবনেরই একটি আধ্যাত্মিক ভ্রমণ, যা আমি নাচের মাধ্যমে বিশ্ব দর্শকদের সামনে তুলে ধরতে চাই।”

তিনি আরও জানান, এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি বাংলাদেশি সংস্কৃতিকে একটি আধুনিক এবং আধ্যাত্মিক রূপে বিশ্বের সামনে উপস্থাপন করতে চান।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0