এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে যে চাঞ্চল্য তৈরি হয়েছিল, তা নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য। তিনি এই পুরো ঘটনাটিকে প্রতিহিংসামূলক বলে আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন, এই ধরনের ভিডিও ছড়িয়ে তাঁর ২০ বছরের পরিচ্ছন্ন ইমেজ নষ্ট করা যাবে না বা তাঁকে তাঁর অবস্থান থেকে সরানো যাবে না।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাহেব ভট্টাচার্য বলেন, “বর্তমান প্রযুক্তির যুগে ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না।” তিনি আরও বলেন, “আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো পুলিশ কেস বা আপত্তিকর কিছু ঘটেনি। এই সমস্ত ভিডিওকে আমি একেবারেই গুরুত্ব দিতে নারাজ।”
তবে তিনি বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। সাহেব জানান, তিনি ইতোমধ্যেই সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন। তাঁর ভাষায়, “আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেব। তবে এসব ব্যাপার নিয়ে আমি মোটেই চিন্তিত নই।”
উল্লেখ্য, সাহেবের পাশাপাশি একই ধরনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল আরেক টেলি অভিনেতা ঋত্বিক মুখার্জিরও। ঋত্বিকও জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে সাইবার সেলের দ্বারস্থ হবেন। পর পর দুজন জনপ্রিয় অভিনেতার ব্যক্তিগত ভিডিও এভাবে ছড়িয়ে পড়ায় তারকাদের নিরাপত্তা এবং ডিজিটাল ষড়যন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে।
সাহেব ভট্টাচার্য বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে সুস্মিতা দের বিপরীতে অভিনয় করছেন। শুধু ধারাবাহিক নয়, ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে দর্শকদের মাঝে পরিচিত করেছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0