এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ৩৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জাওয়ান’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁর এই ঐতিহাসিক জয়ের পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি। তবে সবচেয়ে আবেগঘন বার্তাগুলো এসেছে তাঁর পরিবারের সদস্য— স্ত্রী গৌরী খান ও কন্যা সুহানা খানের কাছ থেকে।
শাহরুখের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর স্ত্রী, প্রযোজক গৌরী খান। তবে তিনি শুধু স্বামীর জয়েই নয়, তাঁর প্রিয় আরও দুজনের জয়েও আনন্দ প্রকাশ করেছেন। পরিচালক করণ জোহর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য সেরা জনপ্রিয় ছবির এবং অভিনেত্রী রানি মুখার্জি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
শাহরুখ, রানি ও করণের সঙ্গে ছবি পোস্ট করে গৌরী লিখেছেন, “আমার সব থেকে প্রিয় তিনজন আজ বিজয়ী হয়েছে। তোমরা আমাদের মন জিতে নিয়েছো। যখন প্রতিভা ভালো কিছুর সঙ্গে মিলিত হয়, তখনই ম্যাজিক তৈরি হয়। ভীষণ খুশি ও গর্বিত তোমাদের জন্য।”
বাবার এই বিরাট অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েছেন কন্যা সুহানা খানও। বাবার সঙ্গে নিজের ছোটবেলার একটি মিষ্টি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “বেড টাইমের গল্প থেকে শুরু করে আজ জীবনের গল্প, কেউ তোমার মতো গল্প বলতে পারবে না। অনেক অনেক শুভেচ্ছা, তোমাকে ভীষণ ভালোবাসি।”
শাহরুখ খানের দীর্ঘদিনের বন্ধু, অভিনেত্রী জুহি চাওলাও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। শাহরুখের সঙ্গে নাচের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “অনেক অনেক শুভেচ্ছা জাতীয় পুরস্কার জেতার জন্য। ...তুমি সবসময় তোমার সবটা দিয়েছো কাজের জন্য, এটা তুমি ডিজার্ভ করতে।”
অনেকেই মনে করেন, ‘স্বদেশ’-এর মতো সিনেমার জন্যই শাহরুখের এই পুরস্কার অনেক আগেই প্রাপ্য ছিল। তবে দেরিতে হলেও, ‘জওয়ান’-এর জন্য পাওয়া এই জাতীয় স্বীকৃতি তাঁর প্রাপ্যই ছিল বলে মনে করছেন ভক্তরা। আর এই জয়ে তাঁর পরিবার ও বন্ধুদের ভালোবাসা যেন সেই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0