বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ভক্ত চাইলেন ফোন নম্বর, পিয়া দিলেন থানার নম্বর!

“শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসা এবং উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার এক ভক্তের কাছ থেকে পাওয়া ‘গভীর প্রেমের’ প্রস্তাব এবং তার অভিনব জবাব দিয়ে আলোচনায় এলেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। এক ব্যক্তি তাঁকে ইনবক্সে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তাব দিলে, পিয়া সেই মেসেজের স্ক্রিনশট ফেসবুকে প্রকাশ করেন এবং উত্তরে তাঁকে গুলশান থানার ফোন নম্বর দিয়ে দেন!

পিয়ার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, এক ব্যক্তি নিজেকে তাঁর ‘অন্ধভক্ত প্রেমিক বন্ধু’ দাবি করে লিখেছেন, “আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। ...আমাকে ফিরিয়ে দেবেন না।”

এরপরই তিনি সরাসরি প্রস্তাব দিয়ে লেখেন, “শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।” শেষে তিনি পিয়ার ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর চান।

এই ধরনের অসংখ্য মেসেজ তারকারা প্রায়শই পেয়ে থাকেন এবং এড়িয়ে যান। কিন্তু পিয়া এবার এক অভিনব এবং বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছেন। তিনি ওই ব্যক্তির মেসেজের উত্তরে কোনো কথা না বাড়িয়ে, শুধু গুলশান থানার ফোন নম্বরটি দিয়ে দেন।

পিয়ার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনেকেই পিয়ার এই বুদ্ধিদীপ্ত এবং মজার জবাবের ভূয়সী প্রশংসা করছেন।

কেউ কেউ আবার বলছেন, কারও আবেগ নিয়ে এভাবে জনসমক্ষে রসিকতা করাটা ঠিক হয়নি।

তবে বেশিরভাগই মনে করছেন, অনলাইন হয়রানির বিরুদ্ধে পিয়ার এই পদক্ষেপটি ছিল একই সঙ্গে মজার এবং শিক্ষণীয়।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0