এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডের অন্যতম সেরা এবং জনপ্রিয় জুটি শাহরুখ-কাজল। পর্দায় তাঁদের রসায়নে মুগ্ধ হননি, এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। তাঁদের বন্ধুত্বের কথাও সর্বজনবিদিত। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এই বন্ধুত্বের শুরুটা ছিল ঠিক তার উল্টো। তাঁদের প্রথম ছবি ‘বাজিগর’-এর সময় কাজলকে একেবারেই পছন্দ করতেন না শাহরুখ খান। এমনকি তিনি চেয়েছিলেন, কাজলের বলিউড ক্যারিয়ার যেন শুরুতেই শেষ হয়ে যায় এবং এর জন্য তিনি আমির খানকেও কাজলের সঙ্গে কাজ করতে বারণ করেছিলেন।
যেভাবে ঘটনার সূত্রপাত: ঘটনাটি ঘটেছিল ‘বাজিগর’ ছবির শুটিং চলাকালীন। সেই সময় আমির খান তাঁর পরবর্তী ছবির জন্য কাজলকে নেওয়ার কথা ভাবছিলেন। যেহেতু শাহরুখ কাজলের সঙ্গে কাজ করছেন, তাই তাঁর মতামত জানার জন্য আমির ফোন করেন শাহরুখকে। কিন্তু কাজল সম্পর্কে শাহরুখের অভিজ্ঞতা তখন মোটেও ভালো ছিল না।
শাহরুখ আমিরকে সরাসরি জানিয়ে দেন, “কাজলের সঙ্গে কাজ করা যায় না, ও একেবারেই ফোকাসড নয়।” এক কথায়, তিনি আমিরকে পরামর্শ দেন কাজলের সঙ্গে কাজ না করার জন্য। শাহরুখ এতটাই বিরক্ত ছিলেন যে, তিনি নিজেও কাজলের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
যেভাবে বদলালো ধারণা: তবে ভাগ্য সহায় ছিল কাজলের। ‘বাজিগর’ ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সুপারহিট হয় এবং শাহরুখ-কাজল জুটির রসায়ন দর্শকদের মন জয় করে নেয়। ছবিটি দেখার পর শাহরুখ খান নিজেও নিজের ভুল বুঝতে পারেন। তিনি অবাক হয়ে দেখেন, বাস্তবে তাঁর সঙ্গে কাজলের যতই মতের অমিল থাকুক না কেন, পর্দার রসায়নটা এককথায় জাদুকরী।
নিজের ভুল বুঝতে পেরে শাহরুখ তড়িঘড়ি আমির খানকে আবার ফোন করেন। তিনি আমিরকে বলেন, “পর্দায় আমাদের কেমিস্ট্রি অদ্ভুতভাবে কাজ করছে।” এই কথা বলে তিনি আমিরকে আগের বলা কথাটি ভুলে যাওয়ার জন্যও অনুরোধ করেন।
সেই একটি ফোন কলই হয়তো কাজলের প্রতি ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। আর সেই ‘অদ্ভুত রসায়ন’-এর উপর ভর করেই শুরু হয়েছিল বলিউডের অন্যতম সেরা জুটির পথচলা, যা আজও দর্শকদের হৃদয়ে অমলিন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0