বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

‘ডন’-এর পরিচালক চন্দ্র বারোট আর নেই

তানজানিয়ায় জন্ম ও বেড়ে ওঠা চন্দ্র বারোট কর্মজীবনের শুরুতে ছিলেন একজন ব্যাংকার। পরে প্রয়াত অভিনেতা-পরিচালক মনোজ কুমারের পরামর্শে তিনি বিনোদন জগতে পা রাখেন এবং ‘পূরব অর পশ্চিম’, ‘শোর’, ‘রোটি কাপড়া অর মাকান’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: “ডন কো পাকাড় না মুশকিল হি নেহি,না মুমকিন হ্যায়" — ভারতীয় সিনেমার ইতিহাসে অমর হয়ে থাকা এই সংলাপটির মতোই, যিনি এটি পর্দায় স্বার্থক রূপ দিয়েছিলেন, সেই কিংবদন্তি পরিচালক চন্দ্র বারোট আজ পাড়ি জমালেন না ফেরার দেশে। রবিবার (২০ জুলাই) মুম্বাইয়ের গুরু নানক হাসপাতালে ৮৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে পালমোনারি ফাইব্রোসিসে ভোগা এই পরিচালকের মৃত্যুতে বলিউড জগতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

যেভাবে তৈরি হয়েছিল ‘ডন’: 

তানজানিয়ায় জন্ম ও বেড়ে ওঠা চন্দ্র বারোট কর্মজীবনের শুরুতে ছিলেন একজন ব্যাংকার। পরে প্রয়াত অভিনেতা-পরিচালক মনোজ কুমারের পরামর্শে তিনি বিনোদন জগতে পা রাখেন এবং ‘পূরব অর পশ্চিম’, ‘শোর’, ‘রোটি কাপড়া অর মাকান’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। 

১৯৭৮ সালে তিনি তাঁর জীবনের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজটি করেন— পরিচালনা করেন ‘ডন’। সেলিম-জাভেদের লেখা চিত্রনাট্য এবং অমিতাভ বচ্চনের অনবদ্য অভিনয়ে এই সিনেমাটি মুক্তির সঙ্গে সঙ্গেই ইতিহাস তৈরি করে। এর টানটান উত্তেজনাপূর্ণ কাহিনি, শক্তিশালী সংলাপ এবং ‘খাইকে পান বানারাসওয়ালা’র মতো গান এটিকে ‘কাল্ট ক্লাসিক’-এর মর্যাদা দেয়। এই সিনেমার উপর ভিত্তি করেই পরে শাহরুখ খানকে নিয়ে সফল রিমেক নির্মিত হয়।

কিংবদন্তিদের শ্রদ্ধা: 

চন্দ্র বারোটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, জাভেদ আখতারসহ অনেকেই। চিত্রনাট্যকার জাভেদ আখতার এক শোকবার্তায় লেখেন, “যদি চন্দ্র বারোট সাহস না দেখাতেন, হয়তো ‘ডন’ ছবিটা কখনোই হতো না।” তাঁর এই একটি কথাই প্রমাণ করে, ‘ডন’-এর মতো একটি ক্লাসিক তৈরিতে পরিচালকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।

অন্যান্য কাজ: 

‘ডন’-এর বিশাল সাফল্যের পর চন্দ্র বারোট পরিচালনায় খুব বেশি সক্রিয় না থাকলেও, তিনি ‘আশ্রিতা’ নামে একটি বাংলা ছবিও পরিচালনা করেছিলেন। অবাঙালি হয়েও বাংলা সংস্কৃতিকে তিনি যে সংবেদনশীলতার সঙ্গে পর্দায় তুলে ধরেছিলেন, তা বাঙালি দর্শকদেরও মন জয় করে নেয়।

তাঁর মৃত্যুতে ভারতীয় সিনেমা এক সাহসী এবং স্বপ্নদর্শী নির্মাতাকে হারাল, যাঁর একটি মাত্র কাজই তাঁকে ইতিহাসে অমর করে রাখার জন্য যথেষ্ট।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0