এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ যাঁদের পর্দায় রসায়ন দেখে দর্শকরা মুগ্ধ, সেই ‘আর্য’ (জিতু কামাল) এবং ‘অপর্ণা’ (দিতিপ্রিয়া রায়)-এর বাস্তব সম্পর্ক যে আদতে তিক্ততায় ভরা, তা এবার প্রকাশ্যে চলে এলো। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তাঁর সহ-অভিনেতা জিতু কামালের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একগুচ্ছ বিস্ফোরক এবং গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, জিতু তাঁকে ‘তুমি কি প্রেগন্যান্ট?’-এর মতো প্রশ্ন করেছেন এবং এআই-তে বানানো চুম্বনের ছবিও পাঠিয়েছেন।
একটি দীর্ঘ ফেসবুক পোস্টে দিতিপ্রিয়া লেখেন, “গত কয়েকদিন ধরে আমাকে নিয়ে নানা রকমের স্পেকুলেশন চলছিল। আমি চুপ ছিলাম, কারণ আমি বিশ্বাস করি ‘ইগনোরেন্স ইজ ব্লিস’। কিন্তু এবার আর চুপ থাকতে পারলাম না।”
দিতিপ্রিয়ার দাবি, তিনি একবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলতেই জিতু তাঁকে প্রশ্ন করেন, “তুমি কি প্রেগন্যান্ট?”
তিনি আরও অভিযোগ করেন, জিতু একবার একটি এআই-তে বানানো তাঁদের চুম্বনের ছবি পাঠিয়ে লেখেন, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও। এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।”
দিতিপ্রিয়া জানান, জিতু একবার তাঁকে বলেন, “তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা না জানতে পারেন।”
দিতিপ্রিয়া জানান, প্রথমে তিনি এই বিষয়গুলোকে মজার ছলেই নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তা তাঁর জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। তিনি বলেন, “আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গণ্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার শেখায়নি। কিন্তু এখন কিছু মানুষের সীমা ছাড়ানো দেখে আর চুপ থাকতে পারলাম না।”
তিনি আরও ইঙ্গিত দেন, জিতু কামালের সঙ্গে নাকি আগেও অন্যান্য সহ-অভিনেত্রীদের সমস্যা হয়েছে। যদিও তিনি স্বীকার করেছেন, জিতু তাঁর কাজের সবসময় প্রশংসা করেছেন।
এই গুরুতর অভিযোগগুলোর বিষয়ে জিতু কামালের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দিতিপ্রিয়ার এই পোস্ট টলিউড জগতে এক বড় বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেকেই তাঁর সাহসিকতার প্রশংসা করে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0