বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ দেব

“আমরা সকলেই পেশাদার অভিনেতা। ...যদি কোনো চরিত্র পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে দেবের সঙ্গে আবার ছবি করব। চিত্রনাট্য যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই একসঙ্গে কাজ করব।” তিনি স্পষ্ট করে দেন, একজন অভিনেত্রী হিসেবে তিনি সবসময়ই ভালো কাজের জন্য মুখিয়ে থাকেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: একটা সময় রুপালি পর্দা থেকে বাস্তব জীবন— সর্বত্রই তাঁদের রসায়ন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেব ও শুভশ্রী গাঙ্গুলী একসঙ্গে উপহার দিয়েছেন ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’-এর মতো অসংখ্য সুপারহিট সিনেমা। কিন্তু ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পর গত প্রায় ৯ বছর ধরে তাঁদের আর এক ফ্রেমে দেখা যায়নি। অবশেষে, দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমা ‘ধূমকেতু’-কে কেন্দ্র করে আবারও আলোচনায় ফিরেছে এই জনপ্রিয় জুটি। ভক্তরা যখন তাঁদের আবারও একসঙ্গে দেখার জন্য আশায় বুক বাঁধছেন, ঠিক তখনই এই বিষয়ে মুখ খুললেন দুই তারকা।

‘ধূমকেতু’র পর আবারও দেবের সঙ্গে কাজ করবেন কি না, এই প্রশ্নের জবাবে শুভশ্রী গাঙ্গুলী জানিয়েছেন, তাঁর কোনো অনীহা নেই, তবে একটি শর্ত রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা সকলেই পেশাদার অভিনেতা। ...যদি কোনো চরিত্র পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে দেবের সঙ্গে আবার ছবি করব। চিত্রনাট্য যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই একসঙ্গে কাজ করব।” তিনি স্পষ্ট করে দেন, একজন অভিনেত্রী হিসেবে তিনি সবসময়ই ভালো কাজের জন্য মুখিয়ে থাকেন।

অন্যদিকে, শুভশ্রীর সঙ্গে কাজ করা নিয়ে দেবও তাঁর মতামত জানিয়েছেন। তিনি বলেন, “আমরা পরস্পরকে শেষ আট-দশ বছর দেখিইনি। একটা-দুটি অনুষ্ঠান বা একটা অ্যাওয়ার্ড শোয়ে দেখা হয়েছে।” প্রাক্তন প্রেমিকার কাজের প্রশংসা করে তিনি যোগ করেন, “শুভশ্রী সংসার সামলে দারুণ কাজও করছে।”

তাঁদের এই পরিণত এবং পেশাদারী মন্তব্য প্রমাণ করে, ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে ভালো চিত্রনাট্য পেলে আবারও পর্দায় ফিরতে পারে টলিউডের এই অন্যতম সেরা জুটি। এখন শুধু একটি ভালো গল্পের অপেক্ষা।


বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0