এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দীর্ঘ সময় পর আবারো এক মঞ্চে দেখা গেলো টলিউডের একসময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলীকে।
বহু প্রতীক্ষার পর সিনে জগতের এই দুই তারকার একসঙ্গে করা শেষ সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে। আর সেই উপলক্ষেই দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল ছবির বিশেষ প্রচার অনুষ্ঠান, যা দেব-শুভশ্রী জুটির আবেগঘন পুনর্মিলনীতে রূপ নেয়।
অনুষ্ঠানে গান, আড্ডা এবং স্মৃতিচারণা সবই চলছিলো।
এমন সময় সিনেমার অন্যতম প্রযোজক রানা সরকার দর্শকদের সারি থেকে চিৎকার করে দেবকে প্রশ্ন করেন, \‘ধূমকেতু’র পর আবার কবে তোমরা দু’জনে বড়পর্দায় একসঙ্গে ফিরছ?\
প্রশ্ন শুনে হেসে উত্তর দেন দেব, 'অবশ্যই আমরা আবার একসঙ্গে কাজ করতে পারি। তবে তার জন্য দরকার উপযুক্ত চিত্রনাট্য। সব কিছু ঠিক থাকলে আমরা আবার ফিরব একসঙ্গে।'
এই কথার মাঝেই পাশে দাঁড়ানো শুভশ্রী যোগ করেন, 'চলো কৌশিক গাঙ্গুলীকে জিজ্ঞেস করা যাক, কবে আবার দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ছবি করবেন।'
শুভশ্রীর এই কথার জবাবেই দেব এক মজার মন্তব্য করেন, যা শুনে গোটা অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়।
তিনি বলেন, 'ধুর! কৌশিকদা আমাদের নিয়ে ছবি করবেন নাকি! উনি তো সব ছবি প্রসেনজিৎ, জয়া আহসানদের দিয়েই বানান!'
তাঁর এই সরস মন্তব্য টলিউডের বর্তমান অবস্থা নিয়ে একটা খোঁচা ছিল বলেই মনে করছেন অনেকে।
অনুষ্ঠানের শেষে দেব একে একে মঞ্চে ডেকে নেন প্রযোজক, কলাকুশলী এবং নিজের ও শুভশ্রীর ব্যক্তিগত টিমের সদস্যদের।
এরপর নিজের হাতে ফোন তুলে একটি সেলফি তুলে বলেন, 'ব্যাস! ঠিক আছে। এবার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক!'
এক যুগ পরে তাঁদের এই ‘ফ্যামিলি ফটো’ বহু প্রত্যাশিত এক মুহূর্তকে পূর্ণতা দেয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0