বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

নিজের বাড়ি ছেড়ে ভাড়া ফ্ল্যাটে আমির খান

আমির খান যেখানে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, তার খুব কাছেই অস্থায়ীভাবে থাকছেন আরেক সুপারস্টার শাহরুখ খান।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড সুপারস্টার আমির খান মুম্বাইয়ের পালি হিলে মাসিক ২৪.৫ লাখ রুপিতে (প্রায় ৩৫ লাখ টাকা) চারটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়, তবে কি তিনি বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে বিয়ের প্রস্তুতির জন্যই নতুন ঠিকানা খুঁজছেন? কিন্তু আসল কারণটা একেবারেই ভিন্ন। জানা গেছে, আমির খানের বর্তমান হাউজিং সোসাইটিতে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলায়, সাময়িকভাবে তাঁকে এই ভাড়া বাড়িতে উঠতে হচ্ছে।

সম্পত্তির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, আমির খান বান্দ্রার পালি হিলের নার্গিস দত্ত রোডে অবস্থিত ‘উইলনোমনা অ্যাপার্টমেন্ট’-এ পাঁচ বছরের জন্য (মে ২০২৫ থেকে মে ২০৩০) এই চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, আমির বর্তমানে যে ‘ভার্গো কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’-তে থাকেন, সেখানে তাঁর প্রায় ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেই পুরনো বিল্ডিংটি ভেঙে এখন একটি বিলাসবহুল, উঁচু সি-ফেসিং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। আর এই পুনর্নির্মাণের কাজ চলার কারণেই তাঁকে সাময়িকভাবে নিজের বাড়ি ছাড়তে হচ্ছে।

মজার বিষয় হলো, আমির খান যেখানে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, তার খুব কাছেই অস্থায়ীভাবে থাকছেন আরেক সুপারস্টার শাহরুখ খান। শাহরুখের বিখ্যাত বাংলো ‘মান্নাত’-এও বর্তমানে সংস্কারকাজ চলছে, যার জন্য তিনিও পরিবারসহ কাছাকাছি একটি ভাড়া বাড়িতে উঠেছেন। ফলে, আপাতত বলিউডের দুই খান একে অপরের প্রতিবেশী হতে চলেছেন।

সব মিলিয়ে, আমিরের এই ফ্ল্যাট ভাড়া নেওয়া কোনো ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সূচনা নয়, বরং এটি তাঁর পুরনো ঠিকানাকে নতুন রূপে ফিরে পাওয়ারই এক সাময়িক প্রস্তুতি।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0