এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আজ ৫ আগস্ট, বলিউডের জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী কাজলের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত, অনুরাগী এবং সহকর্মীদের ভালোবাসায় ভাসছেন তিনি। তবে জন্মদিনের সবচেয়ে মিষ্টি এবং মজাদার শুভেচ্ছাটি এসেছে তাঁর স্বামী, অভিনেতা অজয় দেবগণের কাছ থেকে। ইনস্টাগ্রামে কাজলের দুটি সুন্দর ছবি শেয়ার করে অজয় এমন এক ক্যাপশন লিখেছেন, যা তাঁদের মধ্যকার প্রেম, বন্ধুত্ব এবং খুনসুটির এক নিখুঁত চিত্র তুলে ধরেছে।
অজয় দেবগণ কাজলের দুটি ছবি শেয়ার করেছেন। প্রথমটি কাজলের তরুণ বয়সের, যেখানে তাঁকে অপূর্ব সৌন্দর্যে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। দ্বিতীয় ছবিটি বর্তমানের, যেখানে শাড়ি পরিহিতা কাজলের মুখে রয়েছে এক প্রশান্ত হাসি।
এই দুটি ছবির সঙ্গে অজয় ক্যাপশনে লেখেন, “অনেক কিছু বলতাম... কিন্তু তবুও তুমি চোখ ঘুরিয়ে নিতে! তাই... জন্মদিনের শুভেচ্ছা প্রিয়তমা।” তাঁর এই পোস্টে স্পষ্ট যে, কাজলের জন্মদিনে লম্বা-চওড়া রোমান্টিক বার্তা দিলেও, কাজল হয়তো তাতে পাত্তা না দিয়ে মজা করে চোখ ঘোরাতেন! স্বামীর এই মজাদার পোস্টে আপ্লুত হয়েছেন ভক্তরাও।
১৯৯৫ সালে ‘হালচাল’ সিনেমার সেটে প্রথম দেখা হয়েছিল অজয় ও কাজলের। ধীরে ধীরে বন্ধুত্ব এবং তারপর প্রেম। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁরা মারাঠি হিন্দু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান— মেয়ে নিসা এবং ছেলে যুগ। ‘গুন্ডারাজ’, ‘ইশক’, ‘তানহাজি’-র মতো বহু জনপ্রিয় সিনেমায় তাঁরা একসঙ্গে কাজও করেছেন।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ৫ আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন কাজল। তাঁর মা তনুজা একজন প্রখ্যাত অভিনেত্রী এবং বাবা শমু মুখার্জী ছিলেন পরিচালক। ১৯৯২ সালে মাত্র ষোল বছর বয়সে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউডে অভিষেক হয়। জন্মদিনে এই কিংবদন্তি অভিনেত্রীকে অগণিত শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0