বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন: সংঘর্ষ এড়াতে বিএনপি-জামায়াতের নির্দেশনা

মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতেই সরকারের পক্ষ থেকে দুই দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের পর এই নির্দেশনা দেওয়া হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘিরে সম্ভাব্য উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে নিজ নিজ ছাত্র সংগঠনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বিএনপি ও জামায়াত। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতেই সরকারের পক্ষ থেকে দুই দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের পর এই নির্দেশনা দেওয়া হয়।

সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে দমন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা কথা দিয়েছি ছাত্রদল সংঘর্ষ-বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আমরা ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি জানিয়ে দিয়েছি।”

একজন জামায়াত নায়েবে আমিরও রাত ১২টার দিকে সরকারের যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ছাত্রশিবির বা জামায়াতের বাইরের কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না। তবে, নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।”

দলীয় সূত্রগুলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় আচরণবিধি লঙ্ঘন ও কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তোলে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বাগছাস সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনের দিনে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেন। ভোট চলাকালে প্রেস ক্লাব এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন, আর শাহবাগ ও নিউমার্কেট এলাকায় ছিল জামায়াত। সন্ধ্যার পর মহানগর ছাত্রদল মিছিল নিয়ে শাহবাগের দিকে গেলে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান থেকে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

এরপরই সরকারের পক্ষ থেকে জরুরি উদ্যোগ নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0