জেলা প্রতিনিধি
নোয়াখালী: নোয়াখালী জজ কোর্টে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শিশু ধর্ষণ ও হত্যা মামলার এক আসামি আদালতের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর চেষ্টা করেছে। তবে পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর শুনানি শেষে।
আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। সে চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাসিন্দা। ২০২২ সালে তার নিজেরই পাঁচ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা করার মতো এক জঘন্য অভিযোগে সে কারাগারে ছিল।
মঙ্গলবার সকালে, কারাগার থেকে তাকে মামলার শুনানির জন্য আদালতে হাজির করা হয়। শুনানি শেষে, পুলিশ যখন শাহাদাতকে আসামিদের হাজতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সে হঠাৎ করে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পড়ে এবং পালানোর চেষ্টা করে।
তবে তার পালানোর চেষ্টা সফল হয়নি। পুলিশ সঙ্গে সঙ্গে ধাওয়া করে এবং স্থানীয়দের সহায়তায় আদালত ভবনের প্রধান ফটকের সামনে থেকেই তাকে আবারও আটক করে।
নোয়াখালী আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার শুনানি শেষে আসামি হাতকড়াসহ পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সঙ্গে সঙ্গে ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। মাটিতে লাফ দেওয়ায় তার তেমন ব্যাথা নেই। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
এই ঘটনায় আদালত চত্বরে সাময়িকভাবে আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0