বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদপুরে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

নিহত দুজনের বিরুদ্ধে চারটি করে মামলা রয়েছে। মামলাগুলো ছিনতাই ও ডাকাতির ঘটনায়।

ছবি-সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি স্থানে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— সুজন (১৯) এবং শরীফ (২০)। পুলিশ জানিয়েছে, নিহত দুজনের বিরুদ্ধেই ছিনতাই ও ডাকাতির অভিযোগে চারটি করে মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি জানান, নবীনগর হাউজিংয়ের হাক্কারপাড় এলাকায় ছিনতাই করার সময় উত্তেজিত জনতা সুজনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রায় একই সময়ে, গ্রিন সিটি হাউজিংয়ের ৩ নম্বর রোডে ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হন শরীফ। পুলিশ তাঁকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত সুজন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা এবং শরীফ ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তাঁরা দুজনই মোহাম্মদপুরের বছিলা এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি রফিক আহমেদ বলেন, “আলাদা স্থানে গণপিটুনিতে নিহত দুজনের বিরুদ্ধে চারটি করে মামলা রয়েছে। মামলাগুলো ছিনতাই ও ডাকাতির ঘটনায়।”

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0