জেলা প্রতিনিধি
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পশ্চিম সুন্দরবন থেকে মুক্তিপণের জন্য অপহৃত দুই জেলেকে উদ্ধার এবং জলদস্যু ‘কাজল-মুন্না’ বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে যশোরের অভয়নগর উপজেলার দুটি গ্রাম থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মুক্তিপণের ৭৪ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় রমজাননগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ থানায় দায়ের করা মামলায় জানান, গত ৪ সেপ্টেম্বর বন বিভাগের অনুমতি নিয়ে ছয়জন জেলে সুন্দরবনের পায়রাটুনি খালে মাছ ধরতে যান। দুপুরে একদল সশস্ত্র জলদস্যু তাঁদেরকে অপহরণ করে এবং মুক্তিপণের টাকা একটি নির্দিষ্ট বিকাশ নম্বরে পাঠাতে বলে। একদিন পর, চাপ সৃষ্টি করার জন্য, জলদস্যুরা চারজন জেলেকে ছেড়ে দিলেও আব্দুস সালাম (২৫) এবং বিজয় ধীবর (২৭)-কে জিম্মি করে রাখে।
মামলা দায়ের হওয়ার পরই, শ্যামনগর থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। এরপর, সোমবার রাতে যশোরের অভয়নগর উপজেলার গোবিন্দপুর ও আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর তিন সদস্য— সুব্রত মল্লিক (৪৩), বিপ্লব রায় (৩২) এবং লক্ষণ বিশ্বাসকে (৭২)— গ্রেপ্তার করা হয়।
তাঁদের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায়, পুলিশ সুন্দরবনের ভেতর থেকে অপহৃত দুই জেলেকেও অক্ষত অবস্থায় উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “গ্রেপ্তারদের কাছ থেকে মুক্তিপণের ৭৪ হাজার টাকা, বিকাশের সিম ও একটি মোবাইল জব্দ করা হয়েছে।”
তিনি আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, “গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মুক্তিপণের টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার হতো। দুই দেশের সীমান্তবর্তী এলাকার কিছু ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত।”
গ্রেপ্তারকৃত তিনজনকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ এখন এই আন্তর্জাতিক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0