বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনার নামে থাকা ব্যাংক লকার জব্দ করলো এনবিআর

মতিঝিলের পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করা হয়েছে। লকার নম্বর ১২৮।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইসির মহাপরিচালক বলেন, ‘মতিঝিলের পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করা হয়েছে। লকার নম্বর ১২৮। আইনি প্রক্রিয়ায় সেটি খুলতে হবে। একটি চাবি মালিকের কাছে থাকে। আরেকটি ব্যাংকের কাছে। হয়তো লকারে কিছু আছে। আবার কিছু নাও থাকতে পারে। কিন্তু লকার তো আছে। আমরা এখন আইনি প্রক্রিয়ায় যাব।’

তিনি জানান, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছ। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছেন।’

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0