জেলা প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে কেটে নেওয়ার প্রতিবাদে, দ্বিতীয় দিনের মতো ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নের হাজার হাজার মানুষ মহাসড়কের একাধিক পয়েন্টে সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছেন, যার ফলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অবরোধকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ভাঙ্গা থেকে কেটে নেওয়া ইউনিয়ন দুটিকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত, তাঁরা মহাসড়ক অচল করে রাখবেন। তাঁরা বলেন, “আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই।”
এই বিপুল সংখ্যক অবরোধকারীর সামনে স্থানীয় প্রশাসন কার্যত অসহায়ত্ব প্রকাশ করেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আমরা অনেকটা অসহায়। এলাকাবাসীর যে দাবি তা পূরণ না হলে তারা রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে। এখন এত মানুষকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব।”
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, “আন্দোলনকারীদের যে দাবি তা জাতীয় পর্যায়ের বিষয়। এখানে আসলে স্থানীয় প্রশাসনের করার কিছুই নেই। এটার সমাধান স্থানীয়ভাবে অসম্ভব।”
আন্দোলনের পাশাপাশি, বিষয়টি এখন আইনি লড়াইয়ে গড়িয়েছে। গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যে কোনো জবাব না পাওয়ায়, গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
তবে, গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাফ জানিয়ে দিয়েছিলেন, সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালতে ‘প্রশ্ন তোলার’ সুযোগ নেই এবং বিক্ষোভ-আন্দোলন করেও কোনো ‘লাভ হবে না’।
সব মিলিয়ে, একদিকে বিক্ষুব্ধ জনতা, অন্যদিকে নির্বাচন কমিশনের অনড় অবস্থান এবং অসহায় স্থানীয় প্রশাসন— এই ত্রিদেশীয় সংকটে ফরিদপুরের ভাঙ্গা এখন এক উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0