বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচন আগামীকাল

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে আগামীকাল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ২১ হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ হবে এবং সার্বিক নিরাপত্তায় ১ হাজার ২০০ পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি ফটক এবং ক্যাম্পাসে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে নির্বাচনের দিন (১১ সেপ্টেম্বর) পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। ভোটকেন্দ্র ও হলে দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। পাশাপাশি ২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে আবারো ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনীর কাছে চিঠি পাঠিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করবে এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের পরামর্শে কাজ করবে। তবে এ বিষয়ে সেনাবাহিনী থেকে আমাদের এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এছাড়াও জাকসু নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে ১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ পোলিং অফিসার ও ৬৭ সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন ভোটাররা। বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।

কমিশনের তত্ত্বাবধানে সিনেট হলে বসানো বড় স্ক্রিনে সব কটি হলের ভোট পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি প্রতি ঘণ্টায় ভোটের ফলাফল জানানোর জন্য ক্যাম্পাসের কয়েকটি পয়েন্টে মনিটর স্থাপনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

ওএমআর ব্যালটে টিকচিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেইজে একটি ভিডিও নির্দেশনা প্রকাশ করা হবে।

এদিকে জাকসু নির্বাচনে বিভিন্ন পদে ১৭৮ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে ৯ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0