বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে মামা-ভাগ্নে খুন

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় দুই গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কয়েকজনকে আটক করেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাগোয়ান গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ‘সর্দার গ্রুপ’ ও ‘মন্ডল গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এরই জেরে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় দুই গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের আশরাফুল সর্দার (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তাঁর ভাগ্নে বায়েজিদ সর্দারসহ (২০) বেশ কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর আহত বায়েজিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, “সামাজিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আশরাফুল ও বায়েজিদকে কুপিয়ে হত্যা করেছে।” তাঁরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ওই এলাকায় উত্তেজনা কমাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0