জেলা প্রতিনিধি
বাগেরহাট: বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে, জেলাজুড়ে ৪৮ ঘণ্টার হরতাল এবং সড়ক-মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’র ডাকে, আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়, যা চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সকাল থেকেই হরতাল সমর্থনকারীরা জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। সকাল সাড়ে ৮টার দিকে, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে এবং আসন পুনর্বহালের দাবিতে স্লোগান দেয়। তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, চারটি আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এই অবরোধের ফলে, জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরুদ্ধে বাগেরহাটবাসী শুরু থেকেই আন্দোলন করে আসছিল। কিন্তু জনগণের দাবি উপেক্ষা করে, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তিনটি আসন বহাল রেখেই চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাটের নতুন আসন বিন্যাস হলো:
বাগেরহাট-১: বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট
বাগেরহাট-২: ফকিরহাট-রামপাল-মোংলা
বাগেরহাট-৩: কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা
‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’র নেতারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে, যার প্রতিবাদেই এই কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0