বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

তৌসিফের ‘খোয়াবনামা’ নিয়ে তোলপাড়

অস্বস্তি, রহস্য আর ভয়ে ঘেরা এই নাটকটিতে স্বপ্ন, দুঃস্বপ্ন এবং এক অদৃশ্য জগতের গল্প বলা হয়েছে। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে ‘রূপা’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং নাটকটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ ।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তির পরই ঝড় তুলেছে নতুন নাটক ‘খোয়াবনামা’। রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার এই নাটকটি মুক্তির মাত্র ১৬ ঘণ্টাতেই ১৬ লাখেরও বেশি দর্শক দেখেছে এবং একদিনের মধ্যেই এর ভিউ ২ মিলিয়ন (২০ লাখ) ছাড়িয়ে গেছে। নাটকটির অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবের সাহসী অভিনয় এবং চরিত্রের প্রতি তাঁর ডেডিকেশন।

নাটকটি মুক্তির আগেই এর একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে। সেই ভিডিওতে দেখা যায়, কবরের ভেতরে একটি ‘জ্যান্ত লাশ’-এর সঙ্গে রাখা হচ্ছে বিশাল আকারের ৬টি জ্যান্ত সাপ। কোনো গ্রাফিক্সের সাহায্য ছাড়াই, অভিনেতা তৌসিফ মাহবুব আসল সাপের সঙ্গে এই ভয়ংকর দৃশ্যে অভিনয় করেছেন, যা দর্শকদের রীতিমতো চমকে দিয়েছে।

নাটকটিতে তৌসিফকে তরুণ এবং বৃদ্ধ— দুটি ভিন্ন লুকে দেখা গেছে। তবে বৃদ্ধ সাজার জন্য প্রস্থেটিক মেকআপ ব্যবহারের অভিজ্ঞতা তাঁর জন্য সুখকর ছিল না। অভিনেতা জানিয়েছেন, এই মেকআপের কারণে তাঁর মুখে ফোসকা পড়ে গিয়েছিল।

অস্বস্তি, রহস্য আর ভয়ে ঘেরা এই নাটকটিতে স্বপ্ন, দুঃস্বপ্ন এবং এক অদৃশ্য জগতের গল্প বলা হয়েছে। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে ‘রূপা’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং নাটকটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ ।

সব মিলিয়ে, একটি সাহসী দৃশ্য এবং কলাকুশলীদের অনবদ্য অভিনয় ‘খোয়াবনামা’কে অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয় করে তুলেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0