বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ছোটবেলার নাচের ভিডিও ভাইরাল, তোপের মুখে অভিনেত্রী রেহাম রফিক

“ছোটবেলায় তাকে দেখতে খারাপ লাগতো, এখনও সে তেমনই আছে।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: পাকিস্তানের জনপ্রিয় তরুণ অভিনেত্রী ও নৃত্যশিল্পী রেহাম রফিক, যিনি ‘পারওয়ারিশ’ নাটকে ‘আমাল সুলাইমান’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে এক অনাকাঙ্ক্ষিত সমালোচনার শিকার হয়েছেন। তাঁর ছোটবেলার একটি নাচের ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পরই, নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ এবং নেতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন।

জানা গেছে, রেহাম রফিকের শৈশবের একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওকে কেন্দ্র করেই কিছু ব্যবহারকারী তাঁর বর্তমান এবং অতীত— উভয়কে নিয়েই আক্রমণাত্মক মন্তব্য করছেন।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, “সে ছোটবেলা থেকেই এটা করছে।”

আরেকজন লিখেছেন, “ছোটবেলায় তাকে দেখতে খারাপ লাগতো, এখনও সে তেমনই আছে।”

রেহাম রফিক অভিনয়ের আগে মূলত একজন নৃত্যশিল্পী হিসেবেই পরিচিত ছিলেন। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নৃত্যশিল্পী হিসেবে সাফল্যের সম্ভাবনা সীমিত হওয়ায়, তিনি অভিনয়ের জগতে পা রাখেন। ছোটবেলা থেকেই তিনি মিডিয়ার সঙ্গে যুক্ত এবং নিজেকে একজন পরিণত শিল্পী হিসেবে গড়ে তুলেছেন।

তাঁর অভিনীত ‘পারওয়ারিশ’ নাটকটি কিশোরী এবং তরুণী দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই তাঁর অভিনীত ‘আমাল’ চরিত্রের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পান।

একজন শিল্পীর শৈশবের স্মৃতিকে কেন্দ্র করে এমন কুরুচিপূর্ণ আক্রমণকে অনেকেই ভালোভাবে নেননি এবং অভিনেত্রীর সমর্থনেও কথা বলেছেন অনেকে। তবে এই বিষয়ে রেহাম রফিকের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0