এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই আইনি জটিলতা বাড়ছে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘জলি এলএলবি ৩’-কে ঘিরে। ‘দেশের বিচারব্যবস্থাকে হেয় করা হয়েছে’— এই অভিযোগে আগেই ছবিটির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল। এবার, ছবির একটি গান, ‘ভাই ওকিল হ্যায়’-এর কথা নিয়ে আপত্তি তুলে মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি নতুন জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
জবলপুরের এক আইনজীবী এই নতুন মামলাটি করেছেন। তাঁর অভিযোগ, গানটিতে বিচারপতিকে ‘মামা’ বলে সম্বোধন করা হয়েছে এবং ‘উকিলের প্যাকেজ চুক্তি’-র মতো সংলাপ ব্যবহার করা হয়েছে, যা বিচারব্যবস্থার জন্য অত্যন্ত অবমাননাকর। এই মামলার শুনানি আগামী ১২ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।
এর আগেও, আজমেরের বার অ্যাসোসিয়েশন ছবির শুটিং বন্ধের দাবি তুলেছিল এবং পুণের এক আইনজীবী ছবিটির বিরুদ্ধে পিটিশন দায়ের করেছিলেন। সেই মামলার ভিত্তিতেই আদালত অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে হাজিরার নির্দেশ পাঠিয়েছিল, যার শুনানি অক্টোবর মাসে হওয়ার কথা।
তবে এতসব আইনি জটিলতার মাঝেও, এলাহাবাদ হাইকোর্ট ছবিটির মুক্তির উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে, যা নির্মাতাদের জন্য একটি বড় স্বস্তির খবর।
গত বুধবার ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে, যা দর্শকদের মধ্যে হাসির রোল তুলেছে। কিন্তু এতগুলো মামলার কারণে, ছবিটি আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে মুক্তি পেতে পারবে কি না, তা নিয়ে এক বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0