এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিতব্য মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঘিরে উন্মাদনা বেড়েই চলেছে। এবার এই সিনেমার সঙ্গে যুক্ত হলো বলিউডের এক বড় নাম। ‘ডানকি’, ‘অ্যানিমেল’, ‘সরকার রাজ’-এর মতো ব্লকবাস্টার সিনেমার প্রখ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবার কাজ করবেন শাকিবের ‘প্রিন্স’-এ।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায়, সিনেমার প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খবর জানায়। তারা লেখে, “প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।”
এই প্রসঙ্গে সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ গণমাধ্যমকে বলেন, “আমরা শুরু থেকেই বলছিলাম ‘প্রিন্স’ হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।”
অমিত রায় বলিউডের অন্যতম সেরা চিত্রগ্রাহকদের একজন। তিনি কিংবদন্তি পরিচালক রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ‘নিঃশব্দ’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’-এর মতো অসংখ্য সফল সিনেমায় তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।
বলিউডের এমন একজন শীর্ষস্থানীয় টেকনিশিয়ানের সংযুক্তি শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটিকে নিয়ে প্রত্যাশার পারদকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0