এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে আবারও ঢাকার মঞ্চে ফিরছে নাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত এবং প্রশংসিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’। আগামী ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। দেশভাগের যন্ত্রণা, সীমান্ত সমস্যা এবং দুই বাংলার মানুষের অভিন্ন অনুভূতির গল্প নিয়ে নির্মিত এই নাটকটি বর্তমান সময়ে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মনে করছেন নির্মাতা।
‘র্যাডক্লিফ লাইন’ নাটকের গল্প আবর্তিত হয়েছে দুজন সীমান্তরক্ষীকে কেন্দ্র করে— বাংলাদেশের বিজিবি সদস্য জামাল এবং ভারতের বিএসএফ সদস্য হীরালাল। সীমান্তে একটি গরুকে কেন্দ্র করে নো ম্যানস ল্যান্ডের এক সুড়ঙ্গে মুখোমুখি হয় দুই দেশের এই দুই প্রহরী। তাদের কথোপকথনের মধ্য দিয়েই উঠে আসে ইতিহাস, রাজনীতি, সীমান্ত হত্যা এবং দেশভাগের মতো সংবেদনশীল বিষয়গুলো। নাটকটি দেখায়, ধর্ম, জাতীয়তা বা ভূখণ্ড আলাদা হলেও, দুই বাংলার মানুষের যন্ত্রণা, সংস্কৃতি এবং আবেগ আসলে একই সুতোয় গাঁথা।
নাটকটির রচয়িতা ও নির্দেশক মুক্তনীল বলেন, “ইংরেজরা ধর্মের নামে মানুষকে বিভক্ত করেছিল। সেই বিভাজনের বিষ আজও রয়ে গেছে উপমহাদেশে। ...এই নাটক সেই বিভাজনের বিরুদ্ধে এক প্রতিবাদ।” তিনি আরও যোগ করেন, “যুদ্ধ আর দখলদারিত্বের মহাউৎসব যেন থামছেই না। এই বাস্তবতায় র্যাডক্লিফ লাইন নাটকটি হয়ে উঠেছে আরও বেশি প্রাসঙ্গিক।”
নাটকটিতে অভিনয় করছেন খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হওয়ার পর, দীর্ঘ দুই বছর পর নাটকটির এই প্রত্যাবর্তন ঢাকার নাট্যাঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নাটকটির অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যেই শুরু হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0