শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

অস্কারের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান

সিনেমা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর, বিকেল ৫টা পর্যন্ত।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৮তম আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছে। বাংলাদেশ অস্কার কমিটি ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতা করার জন্য দেশের চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে সিনেমা জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনেমা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর, বিকেল ৫টা পর্যন্ত।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হলে চলচ্চিত্রটিকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে।

ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত একটি বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে।

ছবিটি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে কমপক্ষে সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে।

ছবিতে অবশ্যই ইংরেজি সাবটাইটেল থাকতে হবে।

চলচ্চিত্রটির মূল নিয়ন্ত্রণ বাংলাদেশি পরিচালকের হাতে থাকতে হবে।

আগ্রহী প্রযোজকদেরকে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর বাংলামোটরের কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র, সিনেমাটির দুটি ডিভিডি বা ডিজিটাল লিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ চলচ্চিত্রটি জমা দিতে অনুরোধ করা হয়েছে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ৯৮তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ মার্চ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।

এখন দেখার অপেক্ষা, কোন সিনেমাটি এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয় এবং বিশ্বমঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0