এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম এক পুরোধা এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, অধ্যাপক বদিউর রহমান আর নেই। বুধবার (১৬ জুলাই) গভীররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তাঁর মরদেহ জন্মস্থান বরিশালে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
অধ্যাপনা থেকে সাংস্কৃতিক আন্দোলন: বদিউর রহমানের জীবন ছিল এক বর্ণাঢ্য পথচলা। ১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণকারী এই ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা শেষে তিনি ২০০৪ সালে অবসর গ্রহণ করেন।
তবে পেশায় শিক্ষক হলেও, তাঁর ছিল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত। তিনি আশির দশক থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। নব্বইয়ের দশকে তিনি সংগঠনটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২২ সালের জুনে উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই গুরুদায়িত্ব পালন করে গেছেন।
তাঁর প্রয়াণে উদীচী শিল্পীগোষ্ঠী তাদের অভিভাবককে হারাল। দেশের সাংস্কৃতিক জগৎ হারাল একজন অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং নিবেদিতপ্রাণ কর্মীকে, যাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0