বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

আজাদ হলে ৩১ বছর পর ফিরল ‘অন্তরে অন্তরে’

“সালমান শাহ নেই, এ সত্য আজও অনেক ভক্ত মেনে নিতে পারেন না। কিন্তু পর্দায় তার উপস্থিতি এখনও জীবন্ত। অন্যদিকে মৌসুমী এখনো জীবন্ত কিংবদন্তি। তাদের প্রতি ভক্তদের ভালোবাসা আজও প্রাণবন্ত।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সময় বদলেছে, কিন্তু বদলায়নি তাঁদের আবেদন। মুক্তির ৩১ বছর পরও ঢাকাই সিনেমার কালজয়ী জুটি সালমান শাহ ও মৌসুমীর রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হলে সম্প্রতি মুক্তি পেয়েছে ১৯৯৪ সালের সুপারহিট রোমান্টিক ছবি ‘অন্তরে অন্তরে’। আর এই ছবি দেখতেই হলে ভিড় জমাচ্ছেন সব বয়সের দর্শক, যা প্রমাণ করে এই জুটির প্রতি মানুষের ভালোবাসা আজও অমলিন।

আজাদ সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, হলের পর্দায় সালমান-মৌসুমীর প্রেম, খুনসুটি, কমেডি আর আবেগঘন মুহূর্তগুলো দেখে দর্শকরা নস্টালজিয়ায় ভাসছেন। সামাজিক মাধ্যমেও এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ভক্তরা বলছেন, “সালমান শাহ নেই, এ সত্য আজও অনেক ভক্ত মেনে নিতে পারেন না। কিন্তু পর্দায় তার উপস্থিতি এখনও জীবন্ত। অন্যদিকে মৌসুমী এখনো জীবন্ত কিংবদন্তি। তাদের প্রতি ভক্তদের ভালোবাসা আজও প্রাণবন্ত।”

পরিচালক শিবলী সাদিকের পরিচালনায় নির্মিত এই ছবিটি তৎকালীন সময়ে বাম্পার হিট হয়েছিল। ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর পর এটিই ছিল সালমান-মৌসুমী জুটির দ্বিতীয় ছবি। ছবির ‘কাল তো ছিলাম ভালো’, ‘এখানে দুজনে নিরজনে’, ‘ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া’-এর মতো গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে।

শুধু সালমান-মৌসুমীর রসায়নই নয়, ছবিতে দাদী চরিত্রে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার দুর্দান্ত অভিনয় এবং রাজীব ও নাসির খানের খলচরিত্রও দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিল।

মাত্র ১০০ টাকায় ডিসি সিটে এবং আরও কম মূল্যে অন্যান্য সিটে ছবিটি দেখার সুযোগ পাওয়ায়, নতুন এবং পুরনো— সব প্রজন্মের দর্শকই এই ক্লাসিক সিনেমাটি উপভোগ করতে আজাদ হলে ভিড় করছেন। এই ঘটনা প্রমাণ করে, ভালো সিনেমা এবং প্রিয় শিল্পীর আবেদন কখনো পুরনো হয় না।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0