এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘ভুতু’, ‘কৃষ্ণকলি’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে যিনি দর্শকদের মন জয় করেছিলেন, সেই অভিনেত্রী আভেরী সিংহ রায় আবারও ফিরছেন ছোট পর্দায়। জি বাংলার নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম’-এ তাঁকে দেখা যাবে একবারে নতুন এবং চ্যালেঞ্জিং এক চরিত্রে— একজন পুলিশ অফিসারের ভূমিকায়।
ঋষি কৌশিক এবং রুকমা রায় অভিনীত এই নতুন গোয়েন্দা ধারাবাহিকে আভেরী অভিনয় করছেন ইন্সপেক্টর নীলিমার চরিত্রে। তবে তাঁর চরিত্রটি বেশ রহস্যময়। বেশিরভাগ সময়ই তিনি নিজের পরিচয় গোপন করে, ছদ্মবেশী ফুড ব্লগার হিসেবে বিভিন্ন তদন্ত চালাবেন। কেন তাঁকে এই ছদ্মবেশ নিতে হয়েছে, সেই রহস্যই ধীরে ধীরে উন্মোচিত হবে ধারাবাহিকের গল্পে।
সম্প্রতি আভেরী তাঁর নতুন এই লুকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে তাঁকে একদিকে পুলিশের পোশাকে এবং অন্যদিকে সাধারণ পোশাকে দেখা গেছে, যা তাঁর চরিত্রের দুটি ভিন্ন দিক তুলে ধরে।
ছোট পর্দার পাশাপাশি, আভেরী ওটিটিতেও বেশ সক্রিয়। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘ভূত তেরিকি’। এটি একটি ভৌতিক কমেডি সিরিজ, যেখানে তাঁকে একটি ভূতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিরিজটি আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে।
সব মিলিয়ে, একদিকে পুলিশের গোয়েন্দা, অন্যদিকে ভূতের চরিত্র— দুটি ভিন্নধর্মী এবং আকর্ষণীয় কাজ নিয়ে আভেরী সিংহ রায় আবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0